Friday, December 23, 2011

পদার্থবিজ্ঞানী এবং জীববিজ্ঞানী উভয়ই সমুদ্রের পানিতে অতি সহজেই দ্রবনীয়

প্রথমবারের মত সমুদ্র দর্শনে বের হয়েছেন এক পদার্থবিজ্ঞানী, জীববিজ্ঞানী এবং রসায়নবিজ্ঞানী।

পদার্থবিজ্ঞানী সমুদ্রের বড় বড় ঢেউ দেখে মোহিত হয়ে ঢেউয়ের ফ্লুইড ডাইনামিক্সের উপর গবেষণা করার কথা চিন্তা করে সাগরে চলে গেলেন কিন্তু তিনি ডুব দিয়ে আর ফিরলেন না।
জীববিজ্ঞানী সমুদ্রের অতি ক্ষুদ্র প্লাংটনের উপর গবেষণা করার জন্য সমুদ্রে গেলেন কিন্তু তিনিও ঐ পদার্থবিজ্ঞানীর মত সাগরে গিয়ে আর ফিরলেন না।
বহুক্ষণ ধরে বাকী দুইজনের জন্য অপেক্ষা করে রসায়নবিদ সর্বশেষে তার পর্যবেক্ষণ লিখলেন,

“ পদার্থবিজ্ঞানী এবং জীববিজ্ঞানী উভয়ই সমুদ্রের পানিতে অতি সহজেই দ্রবনীয় !! ”

No comments:

Post a Comment