মা: বাবা, ঘুম থেকে ওঠ। কলেজে যাওয়ার সময় হয়ে গেছে।
ছেলে: না মা, আমি আজ কলেজে যাব না।
মা: কি? কলেজে কেন যাবি না? আমাকে দুইটা কারণ দেখা।
ছেলে: ১. সব ছাত্র-ছাত্রী আমাকে দেখতে পারে না। ২. সব শিক্ষক-শিক্ষিকাও আমাকে দেখতে পারে না।
মা: ওহ্। এইগুলো কোন কারণ না। তোকে কলেজে যেতেই হবে।
ছেলে: ঠিক আছে, তুমি দুইটা কারণ বল, কেন আমি কলেজে যাব?
মা: ১. তোর বয়স ৪৫ বছর। ২. তুই কলেজের অধ্যক্ষ।
No comments:
Post a Comment