Wednesday, December 14, 2011

হবু শ্বশুর তার ছেলের জন্য হবু পাত্রী দেখতে তাদের বাসায় গেল।

হবু শ্বশুর তার ছেলের জন্য হবু পাত্রী দেখতে তাদের বাসায় গেল।

শ্বশুরঃ মা, তোমার নামে কিছু খারাপ কথা শুনলাম। তুমি নাকি অনেক রাতে বাড়ি ফেরো ।
মেয়েঃ হ্যাঁ, ফিরি। আর কিছু?
শ্বশুরঃ ইয়ে, শুনলাম তোমার সাথে নাকি অনেক ছেলেদের সম্পর্ক আছে।
মেয়েঃ হ্যাঁ আছে। তো?
… স্বশুরঃ না মানে বলছিলাম কি, তুমি নাকি বার-এ ড্রিঙ্কস-ও করতে যাও।
মেয়েঃ যাইতো, এখনও যাই।
শ্বশুরঃ ধড়াম করে লাফিয়ে উঠে চেঁচিয়ে বললেন, একি তোমার দেখি সব-ই নেগেটিভ দিক। পজিটিভ কিছুই নেই?:P
মেয়েঃ হ্যাঁ আছে।
শ্বশুরঃ কি?
মেয়েঃ কেন, HIV

No comments:

Post a Comment