Saturday, December 3, 2011

অবিশ্বাস্য হলেও সত্য (Believe it or Not):

(১) Female black widow মাকড়সা যৌনমিলনের পর পুরুষ সঙ্গীকে খেয়ে ফেলে!

(২) টাকা কাগজ থেকে নয়, বরংতুলা থেকে তৈরি!

(৩) যুক্তরাষ্ট্রে ১,৫২৫,০০০, ০০০ মাইল টেলিফোন তার রয়েছে!

(৪) জেলিফিশ এর ৯৫% পানি!

(৫) জিরাফ তার ২১ ইঞ্চি জিহ্বা দিয়ে কান পরিষ্কারকরতে পারে!

(৬) আপনারা হয়তো সবাই জানেন বিগব্যাঙ এর ফলে এই মহাজগতের সৃষ্টি এবং মহাজগত প্রশস্ত হচ্ছে, কিন্তু কি পরিমানে প্রশ্তহচ্ছে জানেন? এই মহাবিশ্বসব দিকে প্রতি ঘণ্টায় লক্ষ্য কোটি মাইল পর্যন্তবিস্তৃত হচ্ছে।

(৭)পৃথিবীতে প্রতিবছর প্রায় দশ লক্ষ্যের বেশি ভূমিকম্প হয় !

No comments:

Post a Comment