একটি বাঘ একটি হরিণ শাবককে আক্রমণ করে হত্যা করতে চাইল ঠিক এই মুহুর্তে এক লোক বাঘের হাত থেকে হরিণটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। জীবন বাঁচানোর জন্য হরিণটি লোকটির নিকট কৃতজ্ঞ। লোকটি হরিণটিকে লালন পালন করে নাদুসনুদুস করতে থাকল। হরিণটিও অনেক খুশি। একদিন হরিণটি দেখলো লোকটি একটি ধারালো ছুরি বের করে আনলো তাকে হত্যা করে ভোগ করবে বলে। হরিণটি ভাবল আগে বাঘে খেলেই তো ভাল ছিল কিন্তু এখন এত বছর লালন পালন করেএই লোকটিই তাকে খাবে।
****
পাকিস্তান থেকে উদ্ধার করে ভারত এখন ঠিক ঐ লোকটির মত বাংলাদেশের সাথে এরকম আচরণ করছে। বাংলাদেশও হরিণটির মত কৃতজ্ঞতাবশ ত বাধা দিতে পারছে না।
No comments:
Post a Comment