[ম্যাজিক ০১] হাতের তালুর ভিতর দিয়ে কি দেখা সম্ভব? হ্যাঁ সম্ভবঃ
আজ আমি আপনাদেরকে এমন একটি ম্যাজিক শিখাব যার মাধ্যমে আপনি আপনার হাতের তালুর ভিতর দিয়ে দেখতে পারবেন। তো চলুন আর দেরি নয় শুরু করা যাক…।
এটা করতে যা যা লাগবেঃ
একটি পেপার ।
হাতের তালু ।
আপনার দুই চোখ।
একটি ক্যালেন্ডার ।
যে ভাবে করতে হবেঃ
প্রথমে ক্যালেন্ডারটিকে দেয়ালে ঝুলিয়ে দিন । নির্দিষ্ট করে নিন আপনি ক্যালেন্ডারের কি দেখতে চান । তারপর পেপারটিকে ফোল্ডিং করে টিউবের মত করুন । এখন বাম চোখ বন্ধ রেখে ডান চোখ দিয়ে ঐ টিউবের একপ্রান্ত দিয়ে ক্যালান্ডারের দিকে তাকান। এরপর ডান চোখ বন্ধ করে বাম চোখ দিয়ে দেখুন । এখন টিউবের প্রান্তের কাছাকাছি আপনার এক হাতের তালু মেলে ধরুন । এবার বাম চোখ বন্ধ করে ডান চোখ খুলে দেখুন । তারপর উভয় চোখ মেলে দেখুন ।
কি দেখতে পাচ্ছেন ? দেখতে পাচ্ছেন হাতের তালুর মধ্যে একটি গোলাকার ছিদ্র এবং ঐ ছিদ্রর ভিতর দিয়ে ক্যালান্ডারটির ঐ অংশ দেখা যাচ্ছে । তাইনা?
No comments:
Post a Comment