Sunday, December 4, 2011

সিগারেট আর বাইক চালাইলেই স্মার্ট হয়া যায় না

এক ডাক্তার তার এক ফরস্টার- বন্ধুর জঙ্গলের বাংলোয় বেড়াতে এসেছেন।

এক সন্ধায় দুজনেই মদে চুর হয়ে গুলতানি করছে।

কথাচ্ছলে জঙ্গল অফিসার বলেন-ভাই আমি
জঙ্গলের কোনো জানোয়ারকেই ভয় পাইনা।
গত মাসে একটা বাঘ এলো রাত্রে,
… আমার মশারীর ওধারে বাঘটাকে দেখতে পেয়ে
আমি আমার মাথার টেবিলের ওপর রাখা এক
মগ পানি তার গায়ে ছুড়েঁ দিলাম।

তাতেই সে ভয় পেয়ে পালালো।

শুনে ডাক্তার বলেন- এবারে পেলাম একটা রহস্যের সমাধান। আরে হয়েছিল কী,
গত মাসেই আমার মতিঝিলের চেম্বারে ভোর বেলা একটা বাঘ এসেছিল সর্দির ওষুধ কিনতে।
তার গায়ে স্টেথোসকোপ লাগাবার সময়
দেখেছিলাম লোমগুলো পানিতে ভর্তি।

No comments:

Post a Comment