Monday, December 5, 2011

*প্রতিদিনের তাজা খবর [fαcєвook vєяsίoN]*

সারা বিশ্বে রেল লাভজনক। বাংলাদেশ রেলপথ হচ্ছে লোকসানের খাত
রেলের লোকসানের পেছনের কালো বিড়ালকে খুঁজে বের করব: সুরঞ্জিত

আজ সোমবার জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন ‘সারা বিশ্বে রেলপথ লাভজনক। কিন্তু বাংলাদেশ রেলপথ হচ্ছে লোকসানের খাত। রেলের লোকসানের পেছনের কালো বিড়ালকে খুঁজে বের করব।’ সুরঞ্জিত বলেন, ‘বিভিন্ন দাতা সংস্থা যেমন বিশ্ব ব্যাংক, আইএমএফ, এডিবি তাদের সব টাকা সড়কে দেয়। রেলে দেয় না। মন্ত্রণালয় আলাদা করায় রেলের পুনর্জীবন ঘটেছে।’

এর আগে নতুন এ মন্ত্রী বলেন, ‘এ যাবৎ রেলই সবচেয়ে দ্রুতগতির বাহন। যদিও উড়োজাহাজ সেটিকে টেকঅফ করার চেষ্টা করছে। তারপরেও ট্রেনই সবচেয়ে সুলভ। এক সময় আমাদের দেশেও রেলের জন্য আলাদা বাজেট হতো। কিন্তু মাঝপথে অটোমোবাইল এসে আধিপত্য বিস্তার করায় এটি টিকতে পারলো না।’

তিনি বলেন, ‘মিশুক মুনীর ও তারেক মাসুদের মৃত্যুর পরে সড়ক পথের উপর মানুষের একটা ভীতি তৈরি হয়েছে। মানুষ আবার রেলের দিকে ঝুঁকছে। মানুষের প্রতিক্রিয়া সরকার শুনেছে। এটাই স্বাভাবিক। গণতান্ত্রিক সরকার রেলকে সড়কের সাথে ঢুকিয়ে দেয়নি।’

সুরঞ্জিত বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর রেলের সিংগেল লাইনকে ব্রডগেজ করা হবে। আর ব্রডগেজ লাইনকে ইলেকট্রিফাইং করা হবে।’ তিনি বলেন, প্রতিটি ট্রেন যাতে সময়মতো চলে, ট্রেন ও স্টেশন যাতে পরিচ্ছন্ন থাকে, সে ব্যবস্থা করা হবে। এ ছাড়া ই-টিকিটের ব্যবস্থা করা হবে বলেও জানান সুরঞ্জিত। তিনি আরও বলেন, তিনি সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন। রেলওয়ের অবৈধভাবে দখল করা জায়গা উদ্ধার করা হবে বলেও জানান তিনি।

No comments:

Post a Comment