ব্রিটিশ নাগরিক কলিন ফ্রুজ তৈরি করলেন ২৫ জন বা তার বেশি মানুষ বসার মতো মোটরবাইক । অথচ সাধারণ মোটরবাইকে বড়জোর ৪-৫ জন চড়তে পারে। । ৭২ ফুট (২২ মিটার) দীর্ঘ ২৫ আসনের এ মোটরবাইকটিকে গণ্য করা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মোটরবাইক হিসেবে। ২৫টি মোটরবাইকের যন্ত্রাংশ ব্যবহার করে তিনি এটি তৈরি করেন। এটি চালাতে হয় তিনজনে মিলে। এর মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের খাতায় নাম লেখাতে চান ফ্রুজ। গিনেস বুকে এখন সবচেয়ে বড় মোটরবাইক হিসেবে যেটির কথা উল্লেখ আছে সেটি ১৪ মিটার দীর্ঘ।
No comments:
Post a Comment