Sunday, December 4, 2011

ফেসবুক ফ্যান্টাসি

ফেসবুকে কার ষ্টেটাস কেমন হতে পারে .................

তরুণ ঃ- মনের মত পাই না ।
তরুণী ঃ- মনটা খুব খারাপ ।
ছাত্র ঃ- কাল পরিক্ষা,কিচ্ছু পারি না ।
নায়ক ঃ- ফোনের যন্ত্রণায় আর বাঁচি না ।
নায়িকা ঃ- এফডিসিতে আছি ।
মাতাল ঃ- আমি একটা খারাপ ছেলে । ব্যাড ব্যাড । ব্যাড সিক্সটি নাইন ।
আইটি স্পেশালিষ্ট ঃ- চোর ধরার নতুন একটা সফটওয়ার ডাউনলোড করলাম ।
আরজে ঃ- ওয়াও ! ঢাল বাত ! অনেক লফ করি এটা ।
বেকার ঃ- তৃতীয়বারের মত থ্রি ইডিয়ট দেখছি ।
বিজ্ঞাপন নির্মাতা ঃ- পোষ্ট প্রডাকশনের কাজে ব্যাংকক ।

No comments:

Post a Comment