জন্মের পর থেকে শুনছি, কারা যেন কাদের মাথায় কাঁঠাল ভেঙে খায় । তাই বলে এমন ভাঙাভাঙি ! চারিদিকা চলছে ভাঙাভাঙি কার্যক্রম । প্রেমিক প্রেমিকারা মন ভাঙাভাঙি করছে । চট্টগ্রামে পরিতক্ত জাহাজ ভাঙা হচ্ছে । শেয়ারবাজার ভেঙে গেছে, সাথে সাথে বিনিয়োগকারীদের মন । শেষ পর্যম্ত আমাদের ঢাকা । তো সব ভাঙা বাদ দিয়ে আপাতত আমাদেয় ঢাকা নিয়েই বলি । আর এই ঢাকা ভাঙার ফলে কার প্রতিক্রিয়া কেমন হতে পারে তা জেনে নেয়া যাক-
শিক্ষক-ছাত্র : বলো, বাংলাদেশের রাজধানী ঢাকা ।
সার, উত্তরেরটা নাকি দক্ষিনেরটা ?
প্রেমাক-মেয়ের বাবা : কোন দোষে আপনার মাইয়ারে পামু না ?
খামোশ বেয়েদ্দপ, তুই দক্ষিন সিটির পোলা । তোরা আমাগো উত্তর সিটির শত্রু...
বখাটে রোমিওকে : তুর A to Z পুরাডাই কি কইলজা নিহি, আমাগো পাড়ার মাইয়ার লগে টাংকি মারতে আইছচ.....!!
পুলিশ বেক্তিকে : ওইডা মোর ডিউটি এলাকা না । যা কইবার, ওই এলাকায় গিয়া কন । এখন ফুটেন ।
সন্ত্রাসী সন্ত্রাসীকে : তগো ঢাকায় আইছি বইলা দাবড়ানি দিলি ! আমগো ঢাকায় যাইয়া ল .....
মশা মশাকে : তোরা উত্তরের মশারা আমাগো দক্ষিণে আইলে কিন্তু খবর আছে ।
বন্ধু বন্ধুকে : দোস্ত, আব্বাজান দক্ষিণ থাইকা উত্তরে বদলি হইয়া গেছে । তোর লগে খাতির শেষ ।
ভাল লাগলে লাইকান । এবং আমাকে উত্সাহ দিন ।
No comments:
Post a Comment