Sunday, December 4, 2011
ইচ্ছা করে লাত্থি মাইরা সব কিছু উড়ায়া দেই
অরে বিণুদন রে! পয়লা সিটি কর্পোরেশান দুই ভাগ করা হইল যাতে কইরা দুই কর্পোরেশানে দুইজন মেয়র নিয়োগ দিয়া বঞ্চিত নেতাদের কান্দা থামানো যায়। এইবার যোগাযোগ মন্ত্রণালয় থিকা আলেদা কইরা শুধু রেলওয়ের জন্য আরেকটা মন্ত্রণালয় খোলা হইতেসে। যোগাযোগ মন্ত্রণালয়ের সম্ভাব্য মন্ত্রী ওবায়দুল কাদের, আর রেলওয়ে মন্ত্রণালয়ের সম্ভাব্য মন্ত্রী আবাল হোসেন। সরকারের আর কি! মন্ত্রণালয় চালাইতে তো আর দেশপ্রেমিক নেতাদের পাকেট থিকা ট্যাকা খসে না, যা খসে ঐ ভোদাই জনগণের। বাই দ্য ওয়ে, আমারও একটা দাবি ছিল। ইদানিংকালে রাস্তাঘাটে যেই পরিমাণ রিস্কা দেখা যায়, তাতে কইরা আলেদাভাবে রিস্কা মন্ত্রণালয় চালু করা গেলে খুবই আরাম পাইতাম। রিস্কা মন্ত্রণালয়ের মন্ত্রী হইতে পারেন...অ্যা...এইডাও আবাল হোসেন। একজন দুই মন্ত্রণালয়ের মন্ত্রী। দেখতে সুন্দর লাগবে। ভাইরে, এই দেশে সবই সম্ভব।
Labels:
ইচ্ছা সম্ভব সিটি
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment