Sunday, December 4, 2011

আমি নই কোন রোমিও, তবে জুলিয়েট নও তুমিও

১.একবার গ্রামবাসী বৃষ্টির জন্য প্রার্থনা করল
সবাই খালি হাতে বাহিরে আসলেও
একটা ছেলে ছাতা নিয়ে বাহিরে আসলো
.
এটা হচ্ছে বিশ্বাস।

২.যখন আপনি একটা বাচ্চা কে উপরে ছুড়ে দেন
সে তখন হাসতে থাকে কারন
সে জানে তাকে আপনি ধরবেন..
.
এটা হচ্ছে আস্থা ।

৩.প্রতি রাতে আমরা ঘুমানোর আগে অ্যালার্ম সেট
করি কিন্তু আমরা নিজেরাও জানিনা কাল
সকালে আমরা জীবিত থাকব কি না...
.
এটা হচ্ছে আশা ।

৪.আমরা অনেক সময় অনেক প্লান করি কিন্তু
ভবিষ্যত চিন্তা করিনা....
.
এটা হচ্ছে কনফিডেন্স ।

৫.আর আমরা সারা বছর না পড়ে পরীক্ষায় ভাল
করার চিন্তা করি......
.
এটা হচ্ছে ওভার কনফিডেন্স।

No comments:

Post a Comment