গাঞ্জা মকবুলকে সরকারের নির্দেশে রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল রাতে কাউয়া কালারের পোশাক পরা কতিপয় RAB মামা চউক্ষে কালা চানগ্লাচ লাগিয়ে তাকে বস্তাভর্তি করে ধরে নিয়ে গেছে। বস্তায় কেন ভরা হলো সেই কথা জিজ্ঞাসা করার পর তারা কোন জবাব দেয় নি। উল্টা আরেকজনকে বস্তায় ভরে ধরে নিয়ে গেছে।
অনেক চেষ্টা করার পরও গাঞ্জা মকবুলের আর কোন খবর পওয়া যায়নি। খবর পাওয়ার সাথে সাথে কাশেম টিভির মাধ্যমে আপনাদের জানানো হবে।
-সুইসাইড আব্দুল, কাশেম টিভি।
No comments:
Post a Comment