বাসে কিছু মানুষের কাণ্ড-কারখানা দেইখা বেশ মজা পাওয়া যায়।
এরা বাসে উইঠাই কিছুক্ষণ মনের চোক্ষে চাঁদা-কম্পাস দিয়া ক্যালকুলেশন কইরা দেখে
সূর্যটা কোন দিকে আসে, বাসের কোন পাশে বসলে গায়ে রোদ লাগবে না।
কিন্তু তারপরও বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় এরা সেই পাশেই বসে, যেই পাশের জানালা দিয়া রোদ আরও বেশি কইরা আসতেসে!
বেচারারা!
ছোটকালে ত্রিকোণমিতিটা ঠিকমত করলে আজকে তাদের এই দুর্ভোগটা পোহাইতে হইত না!!
No comments:
Post a Comment