Sunday, December 4, 2011

টেলিভিশনের দৈনিক সেরা অনুষ্টান গুলোর খবর এবং কিছু বিনোদন (অফিসিয়াল পেজ)



চলে গেলেন বলিউডের চিরসবুজ দেব আনন্দ
দেব আনন্দ
বলিউডের চিরসবুজ খ্যাত অভিনেতা দেব আনন্দ আর নেই৷ রোববার লন্ডনে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে চিরবিদায় নিয়েছেন এই বলিউড কিংবদন্তী৷
মৃত্যুর সময় দেব আনন্দের বয়স হয়েছিলো ৮৮ বছর৷ তবে এই বয়সেও বিভিন্ন অনুষ্ঠানে তার সরব উপস্থিতি দেখা গেছে৷ তবে বেশ কিছুদিন ধরে তার স্বাস্থ্যের অবস্থা ভালো যাচ্ছিলো না৷ তাই স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি লন্ডন গিয়েছিলেন৷ কিন্তু দেশের মাটিতে আর ফেরা হলো না তার৷
‘হাম এক হ্যায়'- এ চলচ্চিত্রের মাধ্যমে ১৯৪৬ সালে রূপালি জগতে পা রাখেন দেব আনন্দ৷ চমৎকার অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করে বলিউডে নিজের অবস্থানকে পাকাপোক্ত করেন দেব আনন্দ৷ তাঁরউল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যেরয়েছে- পেইং গেস্ট, বাজি, জুয়েল থিফ, সিআইডি, জনি মেরা নাম, আমির গরিব, ওয়ারেন্ট, দেশ পরদেশ ইত্যাদি৷ ভারতের চলচ্চিত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য ২০০১ সালে দেব আনন্দকে পদ্মভূষণ খেতাব দেয় সরকার৷ ২০০২ সালে মর্যাদাপূর্ণ ‘দাদাসাহেব ফালকে'সম্মাননাও পান তিনি৷
দেব আনন্দের মৃত্যুতে শোক জানিয়ে বলিউডের আরেক কিংবদন্তী অমিতাভ বচ্চন বলেছেন, তাঁর মৃত্যুতে বলিউডের একটি যুগের সমাপ্তি ঘটলো৷

No comments:

Post a Comment