Sunday, December 4, 2011

"খোদা! আমারে উডায় নাও! নাইলে দড়ি ফালাও, বায়া উডি যাই!"

বড়ই মনোহর অবস্থা।
বাইরে থেকে আসিয়া নিজের জ্যাকেট খানা খুলিয়া আবিষ্কার করিলাম, আজকে পুরোটা সময় এক রোগা-পটকা চেহারার তেইল্লাচুড়া সহযাত্রী হিসেবে আমার জ্যাকেটের পকেটে ঢাকা শহর ভ্রমণ করিয়া বেড়াইয়াছে! (সবাই বলেন, "আহা! মধু মধু!")

অন্য যে কোন সময় হইলে এই প্রাণীকে দেখিবা মাত্র পিষিয়া ফেলিতে আমি বিন্দুমাত্র সময় ক্ষেপণ করিতাম না।
কিন্তু আমার মত নিঃসঙ্গ মানুষকে আজকে সারাদিন সহযাত্রী হিসাবে সঙ্গ দেওয়ার কারণে ব্যাটাকে এবারের মত আমি প্রাণে বর্তে দিলুম! (হাউ গ্রেইঠ আই অ্যাম!)

➨ মোরাল অফ দ্য স্টোরিঃ দীর্ঘদিনের অপরিধেয় শীতবস্ত্র শীতকালে পড়িবার পূর্বে ভাল করিয়া পরিষ্কার করিয়া লওয়া বাঞ্ছনীয়। (অবশ্য কেহ যদি এই রকম অনাকাংখিত সহযাত্রী পাইতে চায়, তাহলে কথা ভিন্ন!)

No comments:

Post a Comment